ফিলিস্তিনের গাজায় বর্বরচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ এর বরিশাল জেলা ও মহানগর।
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মুফতী দেলোয়ার হোসাইন সাধারণ সম্পাদক বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বরিশাল জেলা শাখা।তিনি তার বক্তৃতায় বলেন সারা বিশ্বের মুসলমান এক হয়ে গাজাবাসীকে আমরা উদ্ধার করব ইনশাআল্লাহ। এমন হামলা ও হত্যা যোগ্যর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলিম নেতাদের এক হয়ে ফিলিস্তিনি আগ্রাসনের শক্তির বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানান।
উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে
উপস্থাপনায় ছিলেন মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভী, মাওলানা শাহবুদ্দীন, মাওলানা সুলতান মাহমুদ।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা সাইদুর রহমান।নাতে রসূল (সঃ) গেয়েছেন মাওলানা জুলফিকার আলী হিযবুল্লাহ।জাগরণী সংগীত পরিবেশন করেন মাওলানা আব্দুল মোনয়েম খান কেন্দ্রীয় সাস্কৃতিক সম্পাদক বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ।
ফিলিস্তিনের গাজায় বর্বরচিত হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে আরো জ্বালাময়ী বক্তব্য রাখেন মাওলানা সুলতান মাহমুদ যুগ্ম আহবায়ক বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ বরিশাল মহানগর শাখা,তিনি তার বক্তৃতায় ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদেরকে সাহায্য করা সহ তাদের উদ্ধারের জন্য সর্বাত্মক কাজ করার আহ্বান জানান মুসলিম জাতির কাছে।
মাওলানা শাহবুদ্দীন সভাপতি বাংলাদেশ যুব হিযবুল্লাহ বরিশাল জেলা শাখা তিনি তার বক্তৃতায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বলেন এখন সময় এসেছে সারা বিশ্বের মুসলমান এক হওয়ার তাই আমরা আর কালক্ষেপন না করে সারা বিশ্বের মুসলমান এক হয়ে ইহুদিবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করে ফিলিস্তিনি মুসলমানদেরকে উদ্ধার করব ইনশাআল্লাহ।
মাওলানা নজরুল ইসলাম সভাপতি বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বরিশাল সদর উপজেলা শাখা তিনি তার বক্তৃতায় বলেন আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং সর্বাত্মক আর্থিক সহযোগিতা করে তাদেরকে সাহায্য করবো।
মাওলানা এনায়েতুল্লাহ ফয়রাভী সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উক্ত বিক্ষোভ সমাবেশে তিনি তার বক্তৃতায় বলেন আমরা মুসলমানরা যদি সারা বিশ্বে এক হতে পারি তাহলে এই ইহুদিবাদী গোষ্ঠী বিশ্বের মানচিত্র থেকে মুছে যাবে ইনশাল্লাহ।
মাওলানা কাজী আব্দুল মান্নান সভাপতি জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর তিনি পরবর্তীতে বলেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই ইহুদীবাদী গোষ্ঠীদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেয়।
মাওলানা আব্দুর রব সাবেক অধ্যক্ষ, বাঘিয়া আল আমিন কামিল মাদরাসা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তৃতায় বলেন আমরা মুসলমানরা সবাই এক হয়ে যারা মুসলমানদেরকে অত্যাচার করতেছে সারা বিশ্বের মধ্যে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।
এছাড়া আরো বক্তব্য রাখেন মাওলানা কাজী মফিজ উদ্দীন জেহাদী কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ যুব হিযবুল্লাহ,মাওলানা নেছার উদ্দীন খান, অতিরিক্ত নাজেমে আলা, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ,মাওলানা ড. সাইয়্যেদ শরাফাত আলী, নাজেমে আলা, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ,
উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে
সভাপতিত্ব করেন এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মির্জা নুরুর রহমান বেগ কেন্দ্রীয় নায়েবে আমীর, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ।