' রক্তাক্ত আগস্ট '
__মো. পারভেজ আলী
নিথর দেহ টা পড়ে আছে ঘরে
বারুদের শব্দে চারপাশ ঘেরা,
ঝরে পরে বুকের সেই তাজা রক্ত
মুজিবের আর হল না ফেরা!
এক এক করে মেরেছিলো ওরা
ঝরেছিলো সবার তাজা রক্ত,
ঘাতক সেনারা শুনেনি সেই কথা
ছিল যেনো কাদের ওরা ভক্ত!
রক্ষা হয়নি ছোট্ট সেই শিশুটির
ওরা চালিয়েছিলো বুকে গুলি,
যেতে দাও আমায় মায়ের কাছে
শুনিনি ওরা সে রাসেলের বুলি!
মুজিবের বুকে শুধু নয় এ বুলেট
মেরেছিলো এ দেশের বুকে,
মুজিব মানেই ধ্বংস এই দেশ
ওরা তখন বলেছিলো মুখে।
মুজিব তুমি আজও থাকবে বেঁচে
কোটি এই বাঙালীর বুকে
রক্তে -ভেজা সেই ১৫ই আগস্ট
স্মরনীয় হয়েছে শোকে!
কবি:
মো. পারভেজ আলী
ইংরেজি বিভাগ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ