নীলফামারীর কিশোরগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে লিমন মিয়া (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।
রোববার সকালে তার নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই পরীক্ষার্থী মুসা পাকার মাথা গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও পার্বতীপুর সরকারি কলেজের ছাত্র।
এলাকাবাসী জানায়, রোববার সকাল ৭টায় লিমনের মা মিনা বেগম ও বোন ময়না আক্তার তার শয়ন কক্ষের সেলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পান।
পাশের ইউনিয়নের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় ওই যুবক আত্মহননের পথ বেছে নেন বলে জানায় এলাকাবাসী।
কিশারগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দি গ্রেনেড বাবু জানান, বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে সে আত্মহত্যা করেছে।