ডিমলায় কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
নীলফামারীর ডিমলায় ২০২২-২৩ অর্থবছরে খরিব-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধি নিমিত্ত এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় পেঁয়াজ বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১-অক্টোবর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এর উদ্বোধন করা হয়।
বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, নীলফামারী-১ (ডোমার ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী'র উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্রনাথ রায়, ডিমলা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লুৎফর রহমান।
এসম কৃষি অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হক, উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯০ জন কৃষকের মধ্যে প্রত্যেকের মাঝে বিনামূল্যে ২০ কেজি ডিএপি, ১০ এমওপি সার ও ১ কেজি করে পেঁয়াজ বীজসহ সহায়তা হিসেবে পলিথিন, বিতরণ করা হয়েছে৷ উপকারভোগী কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পেয়ে আনন্দ প্রকাশ করে বলেন, সরকার আমাদের মত কৃষকদের কথা ভেবে এমন প্রণোদনা দিয়ে আবারও প্রমাণ করল বর্তমান সরকার কৃষক ও কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রীর এই প্রণোদনা আমাদের কষ্টের অনেকটা লাঘব করবে। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ