বরিশাল নগরীর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ২৪ ঘন্টা পর বরিশাল জেলা ছাত্রদলের ১নং সাধারণ সম্পাদক ফোরকান সরদার ইরানকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।গত রবিবার রাত ৮ টায় দিকে বরিশাল জেলা উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন নারায়ণপুর ইউনিয়নে একটি মসজিদে অদূর জঙ্গল থেকে তাকে উদ্ধার করা করেন স্থানীয় বাসিন্দা। তবে তার নিখোঁজ হওয়া এবং উদ্ধারের বিষয়টি সাজানো বলে দাবি করেছেন পুলিশ। তিনি উজিরপুর উপজেলার ধামুরা এলাকায় চাঁন সরদারের ছেলে।
তিনি বরিশাল সরকারী পলিটিকাল ইনস্টিটিউট লেখাপড়া শেষ করে, বরিশাল বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্লোবাল ভিলেজে বিএসসি শিক্ষার্থী ছিলেন।তিনি গোঁড়াচাঁদ দাস সড়ক রোডে একটি মেসে ভাড়া বাসায় থাকতেন। তার নিখোঁজ হওয়া বিষয়টি সাজানো ছিল বলে দাবি করেছেন পুলিশ ইরানকে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগ দিয়েছেন ঘটনা সময় সঙ্গে থাকা তার চাচতো ভাই রাব্বি। ইরান ও রাব্বি একই বাসায় মেসে থাকেন। উজিরপুরের নারায়ণপুর বাসিন্দা মোঃ মন্টু মিয়া রবিবার রাত ৮ টায় দিকে পথচারীরা জঙ্গলে মধ্যে বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পান। তারা টর্চ লাইটের আলো জ্বালিয়ে শিকল দিয়ে হাত পা বাঁধা গলায় গলায় কালো কাপড় এবং পড়নে আন্ডারওয়ার পরা অবস্থায় এলাকায় লোকজন উদ্ধার করেন।
তার শরীরে কোন আঘাতের কোনো চিহ্ন দেখা য়ায়নি।পরে গ্রামের লোকজন বিষয়টি জরুরি -৯৯৯ এ নম্বরে কল করে জানান। উদ্ধার হওয়ার ইরানের বরাত দিয়ে মন্টু বলেন অজ্ঞাত অবস্থায় তাকে জঙ্গলে ফেলে গিয়েছে।গলায় পঁ্যাচানো কালো কাপড় দিয়ে মুখ বাঁধা ছিল। জ্ঞান ফিরলে নড়াচড়া করে মুখ থেকে কালো কাপড় সরে গেলে তিনি চিৎকার করেন। মন্টু আরও জানান সন্ধ্যায় পর তারা দুইটি সাদা মাইক্রোবাস গ্রামে টুকতে দেখেছেন।
তার ধারনা ওই মাইক্রোবাসে করে ইরানকে এখানে ফেলে যাওয়া হয়েছে। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হাসান জানান শনিবার রাত ৮ টায় দিকে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে অভিযোগের কোন সত্যতা পাওয়া য়ায়নি।বরং বিকেল ৪ টায় দিকের ফুটেজে দেখা গিয়েছে ইরান ও রাব্বি একটি ইজিবাইক থেকে নেমে দুইজন দুইদিকে চলে গিয়েছে।
তিনি আরও বলেন রাব্বি কথিত অপহরণের ঘটনাটি ইরানের পরিবারকে না জানিয়ে বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান কে জানান,রাব্বি আরও বলেন ইরান কে যখন মাইক্রোবাসে তুলে নিয়ে য়ায় তখন তার কাছে দুইটি স্মার্ট ফোন ছিল, তা আমার কাছে ছুঁড়ে ফেলে দিয়ে বলে কামরুল আহসান ভাই কে ফোন দিয়ে বিষয়টি জানাতে বলে।রাব্বি কামরুল আহসান কে ফোন দিলে বিষয়টা জানানো হলে তিনি বরিশাল কোতয়ালী মডেল থানায় ডিউটি অফিসার কে জানাতে বলেন তার পরমর্শে থানায় অভিযোগ দেন।
কোতয়ালী মডেল থানা পরিদর্শক (তদন্ত) সগীর হোসেন জানান ছাত্রনেতা ইরানের চাচতো ভাই রাব্বিকে পুলিশের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ পর সাজানো ঘটনা ফাঁস হয়ে য়ায়।পুলিশ বিষয়টি জেনে য়াওয়ায় ইরান দ্রুত উদ্ধার নাটক সাজিয়েছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন তারা জাতীয় জরুরি সেবা নম্বর -৯৯৯ এর মাধ্যমে নারায়ণপুর গ্রামে জঙ্গলে খবর পেয়ে রাতেই ঘটনা স্থানে যান।তাকে উদ্ধার খবর তার স্বজনদেরও দেওয়া হয়।পরে রাত ১২ টায় দিকে ইরানকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।