বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহাম্মদ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্যবৃন্দ হলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কদর, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে মনির আহমেদ বিজয়।
এ সময় চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা এবং মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল মাননীয় উপাচার্যকে একটি পোট্রেট উপহার প্রদান করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ