বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জার্নালিজম স্টুডেন্ট ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অন্তঃবিভাগে আউটডোর ও ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। উক্ত বিভাগের ফুটবল খেলায় নবম ব্যাচ সপ্তম ব্যাচের বিপক্ষে এবং ভলিবল খেলায় অষ্টম ব্যাচের বিপক্ষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেটে দশম ব্যাচ নবম ব্যাচের বিপক্ষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত অনুষ্ঠানে বিভাগীয় প্রধান ড.নজরুল ইসলাম বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা করা প্রয়োজন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের নেতিবাচক মনোভাব থেকে দূরে রাখে ও শরীর সুস্থ এবং নেতৃত্ব বিকাশে সহায়তা করে।
ভবিষ্যতে এরকম আরও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান। বিভাগকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে সকলের সর্বাত্মক সহযোগিতায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিভাগীয় প্রধান ড.নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে তাবিউর রহমান প্রধান,সারোয়ার আহমাদ, সহিবুর রহমান,বিউটি মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।