শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গেপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত নওগাঁ এডুকেশন  ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী; স্থাপন বন্ধের দাবী চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক এয়ারপোর্ট থানাপুলিশের অভিযানে অটো রিক্সা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক কেয়ার একাডেমির উদ্যোগে  ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান বোয়ালমারীতে মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার উদ্বোধন অনুষ্ঠিত বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ‘ওসির নির্দেশে’ ছেড়ে দেওয়ার হলো মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন ।

নিরাপত্তা ঝুঁকিতে সরকারী গোপনীয় নথীপত্র।

মোঃনাঈম বিল্লাহ বরগুনা জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
ঝুঁকিতে সরকারী গোপনীয় নথীপত্র
113.8kভিজিটর

বরগুনার তালতলী শহর থেকে তিন কিলোমিটার দূরত্বে সাব রেজিস্ট্রার অফিস নির্মান করায় ঝুকির মধ্যে পড়বে সরকারী গুরুত্বপূর্ন নথিপত্র।এছাড়া বিপাকে পড়বেন জমিক্রয় বিক্রেতা।তালতলী উপজেলার উত্তরের ইউনিয়ন শারিকখালী কচুপাত্রা ও পচাঁকোড়ালিয়া ইউনিয়নের পচাঁকোড়ালিয়া বাজার থেকে প্রায় ৩৫ কিলোমিটার দুরত্বে সাবরেজিষ্টার অফিস নির্মান হওয়ায় জনভোগান্তি চরমে পর্য়ায়ে পৌছে যাবে।

কচুপাত্রা গ্রামের মো. জসিম উদ্দিন বলেন, তালতলী সাবরেজিষ্টার অফিস এমন যায়গায় নির্মান হয়েছে সাধারন মানুষের ভোগান্তির কোন শেষ থাকবেনা।মো. আলতাফ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, কিছু ভুমি দস্যু অসাধু ও জালিয়াতী চক্র অজোপাড়া গায়ে নির্মিত অফিসে কার্যক্রম চালু করার জন্য বিভিন্ন ভাবে উঠে পড়ে লেঘেছে।

সাবেক ইউপি সদস্য নয়া মিয়া বলেন, তালতলী শহর থেকে সাড়ে তিন কিলোমিটার দুরে সাবরেজিষ্টার অফিস নির্মান হওয়ায় জনসাধারনের দুর্ভোগ আরো বেড়ে যাবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন জনগন জানান, তালতলী শহর থেকে তিন কিলোমিটার দূরত্বে অজপাড়াগায়ে সাব- রেজিষ্টার অফিসটি নির্মাণ করায় নিরাপত্তার অভাব ও ঝুকিপূর্ণ এলাকায় নির্মান করা হয়েছে। ২০০৭ সালের ভয়াবহ সিডরে সংশ্লিষ্ট এলাকা লন্ডভন্ড হযে যায় মানুষসহ অসংখ্যা গরু মহিষ বন্রপ্রানী মারা যায়। সাগরতীরবতী মোমেসা পাড়ায় সাবরেজিষ্টার অফিস নিমার্ন হওযায় বড় ধরনের জলোচ্ছাস ও বন্যায় ভেসে যেতে পারে সরকারী নথিপত্র। এলাকাবাসী সাবরেজিষ্টি অফিসের কার্যক্রম তালতলী শহর নিকটবর্তী যে কোন স্থানে চালু করার দাবী জানান।

অজপাড়াগায়ে সাব- রেজিষ্টার অফিসটি নির্মাণ করায় নিরাপত্তার অভাব ও ঝুকিপূর্ণ এলাকায় নির্মান হওয়ায় সাব রেজিষ্টার অফিসের কার্যক্রম শুরু করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ প্রসঙ্েগ বরগুনা জেলা রেজিষ্টার মো. সিরাজুল ইসলাম বলেন, জনগনের সুবিদার জন্য সরকারী অফিস । সেখানে যদি জনসাধারনের ভোগান্তি হয় বিষয়টি সরেজমিন তদন্ত করে উধর্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x