ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আলফাডাঙ্গা ৩ নং ওয়ার্ড সদস্য পদে মো. ফারুক খান অটোরিক্সা ৩৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শহীদুল ইসলাম হাতি প্রতিকে ২৮ ভোট। সোমবার (১৭অক্টোবর) সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত উপজেলা হল রুমে দুইটি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্ডে ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই কেন্দ্রে অন্যান্য প্রতিদ্বন্দ্বিরা পেয়েছেন মো. তরিকুল ইসলাম তালা প্রতিকে ২৪, মো.সেলিম রেজা টিউবওয়েল প্রতিকে ৪,নওফেল আহমেদ ঘুড়ি প্রতিকে ৩ ভোট পেয়েছেন।
চেয়ারম্যান পদে মোহাম্মদ ফারুক হোসেন আনারস প্রতিকে ৬১,মো. শাহাদাৎ হোসেন চশমা প্রতিকে ৩১,মো. নুর ইসলাম হোসেন ১, ওয়ার্ড নং ১ মহিলা সংরক্ষিত পদে মোছা. বিউটি বেগম মাইক ৪২, মোছা. শাহানাজ বেগম দোয়াত কলম ৩২,মোসা. খাদিজা পারভীন টেবিল ঘড়ি প্রতিকে ৯, মোসা জেসমিন নাহার হরিন প্রতিকে ৯, পিয়াংকা রফিক ফুটবল প্রতিকে ১ ভোট পেয়েছেন ।দুপুর তিনটার দিকে প্রিজাইডিং অফিসার উপজেলা মৎস্য অফিসার সুমন লাল দেবনাথ এ ফলাফল ঘোষণা দেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ