রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে তেল চুরি করে চাকুরী থেকে বরখাস্ত হলেন তিন কর্মচারী। তারা হলেন,চালক উবাদুল ইসলাম, আজিজুর রহমান ও সহকারী চালক মিলন কুমার দাস। বিষয়টি নিশ্চিত করেন রেজিস্ট্রার আলমগীর চৌধুরী। গতকাল রবিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ২৭লিটার তেল সরিয়ে বিক্রির উদ্দেশ্যে মডার্ন মোড় সংলগ্ন একটি খোলা তেলের দোকানে বিক্রি করতে গেলে তাজহাট টহলরত পুলিশ সন্দেহে জিজ্ঞেসাবাদ করে। সন্দেহে প্রমাণ পেয়ে আটক করে পরে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে অবগত করেন।
এবিষয়ে দোকানের মালিক গুলজার বলেন, কাল রাতে দুইটা লোক আমার দোকানে তেল বিক্রি করতে আসে। আমি তাদের চিনিনা।
কালই প্রথম আমার দোকানে আসছিলো। তাদের আমি বলে দেই তেল নিবো না । তখন কম দামে তেল বিক্রির কথা বলে তেল রেখে চলে যায় এবং পরে টাকা নেওয়ার কথা বলে।
অভিযুক্ত মিলন কুমার দাস বলেন, আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে। আমি ওই স্থানে পরে গিয়েছিলাম তারপর জানতে পারি।
এবিষয়ে রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, অভিযুক্ত ৩জন কর্মচারীর চুরির ঘটনাটি প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা বরখাস্ত করেছি।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ