শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গেপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত নওগাঁ এডুকেশন  ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী; স্থাপন বন্ধের দাবী চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক এয়ারপোর্ট থানাপুলিশের অভিযানে অটো রিক্সা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক কেয়ার একাডেমির উদ্যোগে  ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান বোয়ালমারীতে মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার উদ্বোধন অনুষ্ঠিত বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ‘ওসির নির্দেশে’ ছেড়ে দেওয়ার হলো মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন ।

চবিতে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উদযাপন।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
302.4kভিজিটর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ১৮ অক্টোবর ২০২২ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে সকাল ১০:৩০ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

সভায় চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব শামসাদ বেগম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ গোলাম মোস্তফা সরকার, সহকারী প্রক্টর জনাব হাসান মুহাম্মদ রোমান, চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আবু জাফর।

দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়। মাননীয় উপাচার্য স্কুলের শিক্ষার্থী ও অতিথিবৃন্দকে সাথে নিয়ে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে সাথে নিয়ে শেখ রাসেল এর জন্মদিনের কেক কাটেন।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে শেখ রাসেল এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বিশ্ব ইতিহাসের এক কলংকজনক দিন। এ দিন হায়েনার দল জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে বিশ্ব ইতিহাসে চরম বর্বরতার পরিচয় দিয়েছে। হায়েনাদের নৃশংসতার হাত থেকে রেহাই পায়নি ছোট্ট শিশু শেখ রাসেলও। এ সকল ঘৃণ্য নরপিশাচদের ধিক্কার জানিয়ে মাননীয় উপাচার্য বলেন, তারা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

এ নিস্পাপ শিশু রাসেল আজ বেঁচে থাকলে বাংলাদেশ জাতির পিতার আদর্শের একজন নেতা পেত। প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য আরও বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন। তাই মাননীয় উপাচার্য আমাদের শিশুদের লেখাপড়ায় অধিকতর মনোযোগী হয়ে সোনার মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x