চবিতে এ. কে. খান ফাউন্ডেশন ও বিএসআরএম এর যৌথ সহযোগিতায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর বাস্তবায়নাধীন জিনিয়াস স্কলারশিপ প্রজেক্ট, চট্টগ্রাম এর আওতায় ‘জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম ফর আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টস’ বৃত্তি প্রদান অনুষ্ঠান
মঙ্গলবার ( ১৮ অক্টোবর) আইন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক এবং সিজেডএম এ্যাম্বেসেডর প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। এ. কে. খান ফাউন্ডেশনের উপদেষ্টা,
সিজেডএম এর গভর্ণিং বডির সদস্য এবং যাকাত ডিস্ট্রিবিউশন কমিটির কনভেনর ড. মুহাম্মদ আবদুল মাজিদ এর সভাপতিত্বে এবং সিজেডএম এর সিনিয়র ম্যানেজার জনাব ডব্লিও. কেএন সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে চবি সহকারী প্রক্টর জনাব হাসান মুহাম্মদ রোমান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম অত্যন্ত প্রশংসনীয় একটি কার্যক্রম। এ প্রোগ্রামের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা কার্যক্রমে এ স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, এ স্কলারশিপ কার্যক্রম মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে অধিকতর উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। দেশের উচ্চ শিক্ষা ও গবেষণা কার্যক্রম অধিকতর সম্প্রসারণের ক্ষেত্রে সিজেডএম এর এ ধরণের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।