ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদ।
মঙ্গলবার(১৮ অক্টোবর) বিকাল ৪ টায় বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমি সুপার ভাইজার মো.আশরাফুর রহমান ঘোষনা দেন।
এ সময় দাতা সদস্য গিয়াসউদ্দিন মিয়া প্রস্তাবে ও প্রতিনিধি নির্বাচিত সদস্য মোসা. সৃতি পারভীন সমর্থনে একেএম আহাদুল হাসান আহাদ এর নাম প্রস্তাব করেন। অপর ৪ সদস্য সহ( অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা) সর্ব সম্মতিক্রমে একেএম আহাদুল হাসান আহাদকে সভাপতি হিসেবে সমর্থন করেন।অপর প্রস্তাবিত সভাপতি প্রার্থী সাবেক শেখর ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশকে তিন প্রতিনিধি সম্মতি প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান,আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের প্রমুখ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার(১৩ অক্টোবর) বারাংকুলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন ২০২২ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ