পাবনায় অল ইন ওয়ান প্লাটফর্ম সংগঠনের উদ্যােগে উদ্যােক্তা মেলা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অল ইন ওয়ান প্লাটফর্ম সংগঠনের প্রতিষ্ঠাতা নাজনীন খান কেয়ার সভাপতিত্বে ও মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সংগঠনের এডমিন জামিল আহমেদ পরিচালনায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিসিক কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল।
এ সময় অন্যান্যাদের মাঝে আরো বক্তব্য রাখেন পাবনা সংবাদপত্র মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক পাবনার চেতনার প্রধান প্রতিবেদক এস এম আদনান উদ্দিন, উদ্যােক্তা মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রানা আহমেদ, সংগঠনের এডমিন সুমাইয়া ইসলাম, সামারা ইহাম ও মডারেটর স্বর্ণালী ইসলাম।
মতবিনিময় সভার প্রধান অতিথি মোঃ রফিকুল ইসলাম বলেন, উদ্যােক্তা তৈরী ও তাদের সার্বক্ষণিক প্রশিক্ষণ ব্যবস্থার সুযোগ তৈরী করে দেয় বিসিক। বিসিক শিল্প নগরী যুবক-যুবতীদের উদ্যােক্তা হিসাবে কর্মউপযোগী করে গড়ে তুলতে ভূয়সী ভূমিকা পালন করে। উদ্যােক্তা বৃদ্ধির মাধ্যমে বেকারত্বমুক্ত ও দারিদ্রমুক্ত দেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে বিসিক।
মত বিনিময় সভায় স্টল গ্রহণকারী শতাধিক নারী উদ্যােক্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অল ইন ওয়ান প্লাটফর্ম সংগঠনের উদ্যােগে স্বাধীনতা চত্ত্বরে ২৮ অক্টোবর উদ্যােক্তা মেলা অনুষ্ঠিত হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ