পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে বিএনপি।
শনিবার (২২ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলটি।
প্রেস বিজ্ঞপ্তিতে দলের সকল সিদ্ধান্ত মেনে চলা, শৃঙ্খলা মেনে দলকে অধিকতর শক্তিশালী ও গতিশীল করতে ভুমিকা পালন এবং দলের নিয়মনীতি ও শৃঙ্খলা অনুসরণ করতে অন্যান্যা সহকর্মী নেতাকর্মীকে উদ্ধুদ্ধ করতে নির্দেশ দেওয়া হয়।
এছাড়া একইসাথে পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা ও পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয় এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করে দলীয় শৃঙ্খলা অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়।
বহিষ্কার আদেশ প্রত্যাহারের সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সন্তোষ প্রকাশ করে তৃনমুল বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীরা উচ্ছ্বসিত মনোভাবে আবারো একসাথে রাজপথে আন্দোলন-সংগ্রাম করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর পাবনায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশে বিচ্ছিন্ন ঘটনায় ছাত্রদলের সাবেক ৩ নেতাকে বহিষ্কার করে বিএনপি।