আসন্ন ইউপি নির্বাচনে জামালপুরে মেলান্দহ উপজেলা আদ্রা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার মমিনুল ইসলাম জনপ্রিয়তার শির্শে।
মেলান্দহ উপজেলার ৬ নং আদ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৪ নং ওয়ার্ডে মোরগ মার্কা প্রতীক পেয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন মেম্বার পদপ্রার্থী তরুণ সমাজ সেবক মোঃ মমিনুল ইসলাম,মমিন । এলাকাবাসী সাথে কথা বলে জানা যায়, আদ্রা ইউপি নির্বাচনে ০৪ নং ওয়ার্ডে জনপ্রিয়তায় এগিয়ে আছেন মমিন মিয়া।
আদ্রা ০৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং এলাকাবাসী বলেন, মমিন একজন সত ও নম্র -বদ্র,এর মত একজন সমাজ সেবক মেম্বার আমাদের খু্ব বেশি দরকার, মোরগ মার্কা নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে প্রত্যাশা করি।
মেম্বার প্রার্থী মমিন বলেন, ০৪ নং ওয়ার্ডটি সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ হওয়ায় এই এলাকার জনগণের চাহিদাও অনেক, কিন্তু জনগন তেমন উন্নয়নের মুখ দেখেনি,
আমি মোরগ মার্কা নিয়ে নির্বাচনের প্রচারনা চালাচ্ছি আমি এই ০৪ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচিত হলে অসমাপ্ত রাস্তা ঘাট উন্নয়ন, বাল্যবিবাহ, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত শিক্ষিত পরিচ্ছন্ন একটি আধুনিক রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ