নওগাঁ জেলার বিভিন্ন ফেইসবুক গ্রুপে হঠাৎ ছড়িয়ে পড়েছে আবহাওয়া ভালো থাকায় ঘুঘুডাঙ্গা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা শিরোনামক একটি এডিটিং ব্যানার। সেই ব্যানারে দেখা যাচ্ছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গা তালতলির দৃশ্য এবং তাল গাছ গুলোর উপরে সুপার এডিটিং করে বসানো হয়েছে কাঞ্চনজঙ্ঘার ছবি৷
রীতিমতো ভাইরাল হতে বসেছিলো সেই ব্যানার। যার সামনে রয়েছে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ছবি । নীল আকাশের হারুন নামক একটি ফেইসবুক আইডি থেকে বিভিন্ন সামাজিক গ্রুপে এইটি পোস্ট করা হয়েছিলো। সেই সূত্র ধরে ওই আইডির মানুষ টির সঙ্গে কথা হলে তিনি জানিয়েছেন, আমি এই ব্যানার টি তৈরি করেছি।
তা শুধু মাত্র মানুষরে বিনোদন দেওয়া জন্য। পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরে উক্ত পোস্ট গুলো ডিলিট করবেন বলে জানিয়েছেন।
এই সময়এর নওগাঁ জেলার সবচেয়ে আলোচিত ভ্রমণ স্পোর্ট টি হচ্ছে ঘুঘুডাঙ্গা তালতলি। যেহেতু উত্তর বঙ্গে অবস্থিত এই স্পোর্টটি এবং ব্যাণারে স্পষ্ট ভাবে খাদ্য মন্ত্রীর ছবি রয়েছে সেহেতু ছবিটি ভাইরাল হলে মানুষের মধ্যে বিভান্তি সৃষ্টি হতে পারে। সেই জন্য সতর্কতা মূলক ভাবে এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ