পাবনায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের নেতৃত্বে নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) বিকালে আনন্দ মিছিলটি শহরের লাইব্রেরি বাজার থেকে শুরু হয়ে কোটচত্ত্বর ও আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে রবিউল মার্কেট হয়ে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ সাজ্জাতুল ইসলাম খান নাদিম, সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাজিব, সাবেক সদস্য রাফি আনাম,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মীর রকিবুল ইসলাম কমল, শফিকুল ইসলাম,মালিগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিন মোল্লা,জিল্লুর রহমান রুমন ও লিটন শেখসহ প্রমুখ।
আনন্দ মিছিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগানে মুখরিত হয় রাজপথ। মিছিলে সহস্রাধিক স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ