চবি উপাচার্যকে প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার রচিত গ্রন্থ প্রদান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার তাঁর রচিত ‘শিক্ষকতা পেশা ব্যতিক্রমী নেশা’ শীর্ষক একটি গ্রন্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নিকট হস্তান্তর করেছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) এই গ্রন্থ হস্তান্তর করার সময় মাননীয় উপাচার্য শিক্ষকতা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনার জন্য গ্রন্থের রচয়িতাকে আন্তরিক ধন্যবাদ জানান।
একজন প্রজ্ঞাবান শিক্ষকের এ ধরণের গ্রন্থ রচনার মাধ্যমে শিক্ষক সমাজ বিশেষ করে নবীন শিক্ষকবৃন্দ অনুপ্রাণিত হবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যাক্ত করেন। মাননীয় উপাচার্য গ্রন্থের রচয়িতাকে তাঁর লেখনি অব্যহত রাখার আহ্বান জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ