জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার সকালে জেল হত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জাতীয় চার নেতার স্মরণে আয়োজিত স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা’র সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,
সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম জোহরা লতিফ,কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে ঘাতক দালাল নিমূল কমিটি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আ.ফ.ম ডা: শাহান শাহ মোল্লা, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলরাফুল আলম মানিক,পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।