চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড ইপিজেড লেবার কলোনী মাঠে গত ০১ নভেম্বর ২০২২ রোজ: মঙ্গল বার রাত অনুমান সাড়ে ৮ ঘটিকায় এ হত্যার হুমকির ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে সাংবাদিক রিয়াজ উদ্দিন জানায় যে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা এলাকায়, জেসমিন আক্তার বৃষ্টি নামে একজন মেয়ে দেহব্যবসার ঘর চালাচ্ছে।
উক্ত তথ্য সংগ্রহের জন্য ঘটনা স্হানে গিয়ে
জানা যায় যে, জেসমিন আক্তার বৃষ্টি, সালমা,কবির হোসেনসহ ৪/৫ জনে মিলে, ২২/২৮ বছরের কিছু সুন্দরী মেয়ে দিয়ে এ দেহ ব্যবসার ঘরটি পরিচালনা করিতেছে।
এ বিষয় সাংবাদিক রিয়াজ জানায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে দেহ ব্যবসা পরিচালনাকারী স্হানে উপস্হিত হলে, সেখানে বৃষ্টি, কবিরসহ অনেক মেয়েদেরকে দেখতে পাই।
বিষয়টি স্হানীয় থানায় জানালে থানা পুলিশ ঘটনা স্হান থেকে অপরাধীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি বিভিন্ন পত্র,পত্রিকায় প্রকাশিত হওয়ায়, দেহ ব্যবসা পরিচালনাকারী মূল হোতা কবির হোসেন সাংবাদিক রিয়াজ উদ্দিনকে খারাব ভাষায় গালি গালাজ ও হত্যাসহ কেটে টুকরা টুকরা করে সাগরে ভাসিয়ে দেয়ার হুমকি প্রদান করিলে সাংবাদিক রিয়াজ দেহ ব্যবসায়ী কবির হোসেনের বিরুদ্ধে ইপিজেড থানায় একখানা সাধারণ ডায়ারী/ জিডি দায়ের করেন।যার নাম্বার ৫১/২০২২তারিখ১/১১/২০২২।
জিডি খানা ইপিজেড থানা পুলিশের তদন্তধীন রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ