পরিষ্কার ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘদিন নিরলস কাজ করে আসছে স্বেচ্ছাসেবী ভিত্তিক তারুণ্যের প্লাটফর্ম বিডি ক্লিন। তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিকেলে বরিশালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তার আশপাশে "ডেঙ্গু প্রতিরোধযোগ্য সচেতন হোন" ইভেন্ট কার্যক্রম পরিচলনা করেন বিডি ক্লিন গৌরনদী টিম।
উক্ত কার্যক্রমে অংশগ্রহণ করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোঃ মনিরুজ্জামান।
এসময়ে ডেঙ্গু জ্বর এবং এডিস মশা প্রতিরোধে করণীয় সম্পর্কে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন দোকান পার্ট ও কাঁচা বাজারে লিফলেট দিয়ে সকলকে সচেতন করেন এবং দোকান তথা বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ