কাজীর হাট আন্ধার মানীক, ইউনিয়নে মেহেন্দীগন্জ উপজেলাধীন শায়েস্তাবাদ জিসি বরিশাল সদর-হিজলা হেডকোয়াটার ভায়া হাজির হাট,কাজীরহাট জিসি মীরের হাট এবং একতার হাট রাস্তায় ২৪১৫০মি.চেইনেজে ৬০মি.দীর্ঘ ৫,১১,৪৮,৫১৮ টাকা ব্যয়ে আরসিসি গার্ডার ব্রিজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্তাপন অনুষ্ঠান,আজ ৮ই নভেম্বর,মঙ্গল বার বেলা ১২টার সময় অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিতি হিসেবে উপস্তিত ছিলেন হিজলা -মেহেন্দীগন্জের গনমানুষের নেতা, বরিশাল ০৪ আসনের সংসদ, পংকজ নাথ এম পি,সভাপতিত্ব করেন ১নং আন্ধারমানীক ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন খকোন।
এ সময় আরো উপস্তিত ছিলেন মেহেন্দীগন্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, রহমান বিনতে সফিকুল ইসলাম (রুমানা)সহ কাজীর হাটের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী-চেয়ারম্যান ও মেম্বার, এবং আওয়ামীলীগের বিভিন্ন শ্রেনীর নেতাকর্মীরা।