তোমাকে হাজার ধিক্কার
-লিখন ইসলাম
কেন আজও ধৈর্য ধরতে বলছো ওহে বীর?
৮০ ভাগ মানুষেই হারিয়েছে সুখের নীড়।
বল কার উপর রাখবো আস্থা?
কারও অজানা নেই শাসন ব্যবস্থা।
কেমন হচ্ছে নিকৃষ্ট বিচারের বাণী!
আমি-আপনি সবাই জানি।
হাহাকার আর আতঙ্ক রাষ্ট্রময়!
নিরাপদ নয়, যদিও শূন্য জলাশয়।
দায়িত্ব শেষে মুখ খুলছে বিচারক!
তার উপরও ছিল মিথ্যা আইন আরোপ।
অপর দিকে শহীদের সকল স্মৃতি ভেসে যায়!
নিরীহ মানুষের বাঁচাও বড় দায়।
তবুও আমি আপনি ঘুমাচ্ছি বেশ!
লুটপাটেরা বিকিয়ে দিচ্ছে দেশ।
কারো সাড়া নেই করছি কত চিৎকার!
জানাচ্ছি তোমাকে হাজার ধিক্কার
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ