রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-০২
১৪ই নভেম্বর (রোজ সোমবার) আজ বিকেল ০৪ ঘটিকায় রংপুর বগুড়া মহাসড়কের, পীরগঞ্জের বিশমাইলের ঘোষপুর নামক স্থানে , গাইবান্ধা হতে রংপুরগামী (গেটলক) দিগন্ত পরিবহনের সাথে পীরগঞ্জগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বড়দরগা ইউনিয়নের হাজিপুর গ্রামের রওশনের পুত্র লিমন (২৫) ও পার্শবর্তী মিঠাপুকুর উপজেলার শান্তিপুর (ভক্তিপুর) গ্রামের কাইয়ুমের পুত্র রোমান(২৬) নামে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ