ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ৮ম বছর পেরিয়ে ৯ম বছরে পর্দাপন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় আলোচনা সভা, কেক কাটার আয়োজন করে উপজেলা প্রতিনিধি সবুজ মিয়া।
বুধবার (১৬ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু।
সাংবাদিক সুজন আহম্মেদের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা প্রতিদিনের প্রতিনিধি সবুজ মিয়া। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক লাইবুল ইসলাম লেবুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ কেক কাটেন।
এছাড়া স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যানকে ঢাকা প্রতিদিন লেখা লোগো সম্মেলিত শুভেচ্ছা স্বারক ঢাকা প্রতিদিনের পক্ষে প্রতিনিধি সবুজ মিয়া প্রদান করেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ