চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের হাটহাজারী মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন।বুধবার(১৬ নভেম্বর) হাটহাজারী মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম।
এই সময়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হাটহাজারী মডেল থানার বিভিন্ন সেরেস্তার কার্যক্রম ঘুরে দেখেন, থানায় রক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্ট্রারপত্র এবং থানার ভৌত অবকাঠামো পরিদর্শন করেন। থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদীপ্ত সরকার পিপিএম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ রুহুল আমীন ও সকল অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ