ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা আরজেএফ সংগঠনের সভাপতি ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মিজানুর রহমান মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি মা, তিন ভাই, তিন বোন, স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মিজানুর রহমানের প্রথম জানাজার নামাজ বাদ যোহর আলফাডাঙ্গা লোকাল বাসস্ট্যান্ড সংলগ্ন নতুন প্রেসক্লাব চত্বরের সামনে অনুষ্ঠিত হয়েছে।
দ্বিতীয় জানাজা বাদ আসর তার নিজ বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ধানজাইল গ্রামে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে ।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এদিকে সহকর্মীর মৃত্যুতে আলফাডাঙ্গা সকল সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।