স্কুল থেকে পরিচয়। এক পর্যায়ে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের টানাপোড়ন হওয়াতে ক্ষেপে উঠে প্রেমিক, অন্যদিকে মেয়ে রুপা আক্তার(১৪) এর বিয়ে ঠিক হওয়ায় মেয়ের পরিবারকে মানহানি ও জব্দ করতেই বর পক্ষকে অভিযোগ ও আপক্তিকর কিছু ছবি দেয় প্রেমিক যুবক মোঃ মনির হোসেন(১৭) এদিকে এমন খবর পেয়েই তাৎক্ষনিক কনের বাড়িতে হাজির হয় বরপক্ষ।
এবং বরপক্ষ এই বিয়ে তে অসম্মতি দেয়, এবং মেয়ের বিয়ে বেঙ্গে যায়! বিষয়টি মেয়েপক্ষ লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার উদ্দমারা গ্রাম এর স্থানীয় মেম্বার মোঃ সিরাজ উদ্দিন সাহেব কে জানান এবং মেম্বার তাৎক্ষণিক ওই যুবককে ডেকে এনে ভ্রাম্যমান আদালতে ৬০ হাজার টাকা জরিমানা করেন। মোঃ মনির হোসেন রায়পুর উপজেলার উদ্দমারা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকালে লক্ষীপুর জেলা রায়পুর উপজেলার উদ্দমারা গ্রামে এ ঘটনা ঘটে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ