এসপি ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য রূপগঞ্জের কৃতি সন্তান ডাঃ আব্দুল কবীর হোসেনকে মতিঝিলের পূর্বানী ইন্টারন্যাশনাল হোটেলে সংবর্ধনা দেয়া হয়। গতকাল ২১ শে নভেম্বর সোমবার বিকেলে এক অনারম্ভর পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ থাকে যে, ডাঃ আব্দুল কবির হোমিও চিকিৎসক। করোনাকালীন সময়ে করোনা রোগীসহ জ্বর ও সর্দীকাশির রোগীদের ক্যাম্পেইন করে বিনা মূল্যে ঔষধ বিতরণ করে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন। তাছাড়া সাম্প্রতি ভারতে হোমিও চিকিৎসায় হৃদরোগের উচ্চতর গবেষনাধর্মী এক সেমিনারে উপস্থিত হন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এসপি ফাউন্ডেশনের বাংলাদেশের চেয়ারম্যান ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন, অনষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড এর পরিক্ষা নিয়ন্ত্রক ডাক্তার মোহাম্মদ শহিদুল ইসলাম ভূইয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারী হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সাবেক প্রিন্সিপাল ডাক্তার মোঃ শফিকুল আলম, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর মেডিক্যাল কলেজের নেফ্রলজি বিভাগের ডাক্তার কবির হোসেন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ভারত থেকে ভার্চূয়ালী উপস্থিত ছিলেন এসপি ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার টিকে চ্যাটার্জী। তিনি হোমিও চিকিৎসা শাস্ত্রে অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত সকলকেঅভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে এসপি ফাউন্ডেশনের সকলের নাম ঘোষনা করে সমাপ্ত করা হয়।