আজ ২৭ই নভেম্বার (রবিবার) বেলা ১০ ঘটিকায় কাজিরহাট থানায় গৌরিপুর কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪তলা বিশিষ্ট বহুতল ভবনের শুভ উদ্ভোধন উপলক্ষে সুধী সমাবেশের একটি বিশাল অনুষ্টানের আয়োজন করা হয়।
এই সমাবেশের প্রধান অতিতি হিসেবে উপস্তিত ছিলেন, হিজলা-মেহেন্দীগন্জের মাটিও মানুষের নেতা,এবং উন্নয়নের সুচনা পংকজ, নাথ এম পি।এই সময় তিনি মহা মুল্যবান বক্তব্য রাখেন আরো ভিবিন্ন উন্নয়ন মুলক কাজ করার আশ্বাস জনগনের মাজে প্রকাশ করেন।অনুষ্টানটির সভাপতিত্ব করেন কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মহিউদ্দিন আহম্মেদ।
সমাবেসের বিশেষ অতিতি হিসেবে উপস্তিত ছিলেন মেহেন্দীগন্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজিরহাটের কৃতি-সন্তান রহমান বিনতে সফিকুল ইসলাম রুমানা,বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃমহসীন সীকদার,কাজিরহাট থানার অফিচার্য ইনচার্য(ওসি) জনাব জুবাইর আহম্মেদ,মেহেন্দীগন্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস।
আরো উপস্তিত ছিলেন ৬নং বিদ্যানন্দন পুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল জলিল মিয়া,২নংলতা ইউনিয়নের চেয়ারম্যান আবু রাশেদ মনি,১নংআন্ধার মানিক ইউনিয়নের চেয়ারম্যান জনাব নাসীর উদ্দিন (খোকন)১৫নং জয় নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনির হোসেন হাওলাদার,৭নং ভাষান চর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহাবদ্দিন আহম্মেদ।
এই সময় সকল ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেসে যোগদান করেন। এই সময় মিছিল সহকারে যোগদান করেন জনাব ইমামুল হাসান রুমি( মেম্বার) সহ সকল ইউনিয়ন পরিষদের মেম্বার বৃন্দু।
ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন গৌরিপুর কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক বৃন্দু।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ