সোমবার (২৮ নবেম্বর) সকাল আটটায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো চট্টগ্রাম বিভাগের ইজতেমা জোড়।
মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা রবিউল হক সাহেব, মোনাজাতে দেশ জাতি ও পৃথিবীর সকল মুসলিম উমার জন্য দোয়া করা হয়।
২৫ নম্বেব শুক্রবার সকালে আম বয়ানের মধ্য দিয়েই শুরু হয়েছিল চট্টগ্রাম বিভাগের ইজতেমা জোড়। বৃহস্পতিবার জোহরের নামাজের পর থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে তাবলীগের পুরাতন সাথিরা আসতে শুরু করে এবং শুক্রবার সকাল হতে হতে ইজতেমা মাঠ লোকে লোকারণ্য হয়ে যায়।
সোমবার সকালের নামাজের পর থেকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার মানুষ পায়ে হেঁটে ও গাড়ি করে আসতে দেখা যায়। জড়ো হতে থাকে একসাথে মোনাজাতে অংশগ্রহণ করার জন্য।
উল্লেখ্য যে, চট্টগ্রাম বিভাগের ইজতেমা জোড়, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া (বোর্ড স্কুল) গ্রামে অনুষ্ঠিত হয়।
২৪ নবেম্বর হতে শুরু হয়ে ২৮ নবেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হয় পাঁচ দিনের এই জোড়ে এবার চট্টগ্রাম বিভাগের ১১ জেলার তাবলীগে সময় লাগানো পুরাতন সাথিরা ইজতেমার জোড়ে অংশ গ্রহণ করেন।