ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার যুগ্ম সচিব পদে পদোন্নতি হওয়ায় বোয়ালমারী উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা হল রুমে বিদায় সংবর্ধনার পূর্বে জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় তিনি উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক ও সদ্য পদোন্নতি যুগ্ম সচিব অতুল সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, পৌরসভার মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, প্রেসক্লাব সভাপতি অ্যাড. কোরবান আলী, চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মাদ রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, প্রভাষক নাসরিন জাহান, প্রাথমিক শিক্ষক সুবর্ণা রায় লিপা।
এ সময় পল্লী সঞ্চায় ব্যাংক বোয়ালমারী শাখা থেকে তিনজন হতদরিদ্রের মাঝে ১ লাখ ১০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।