বিএনপির সহিংসতা ককটেল বিস্ফারণ ঘটনার অভিযোগ, তিনটি বোমা উদ্ধার
এস এম রুবেল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে সহিংসতা ও ককটেল বিস্ফারণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১ডিসেম্বর) উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী জয়নগর বটতলা এলাকার মাঝকান্দি ভাটিয়াপাড়া মহাসড়কের ওপর সকাল ৭টায় টায়ারে আগুন জ্বালিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনা স্থলে গেলে তাদের দিকে দূর্বৃত্তরা ইটপাটকেল ও ককটেল ছুঁড়ে মারে। এসময় পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়েন । তখন দূর্বৃত্তরা ছত্র ভঙ্গ হয়ে পালিয়ে যায় বলে জানান থানা পুলিশ।
কানখরদী গ্রামের মো. মিজানুর রহমান বলেন, আমার বাড়ির পাশে মেইন সড়কে বিকট আওয়াজ হয়। তখন আমরা মনে করি বাস বা ট্রাকের টায়ার ব্লাস্ট হয়েছে। এজন্য ওই বিষয়ে কর্ণপাত না করে ঘুমিয়ে থাকি। পরে জানতে পারি সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে দূর্বৃত্তরা বোমা ফাঁটিয়েছে।
ফরিদপুর ১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম জানান, আমার ইট ভাটা থেকে প্রায় তিনশ ফিট দূরে রাস্তার ওপর এ ঘটনা ঘটে। তবে আমি ঢাকায় ব্যবসায়ী কাজে ব্যস্ত রয়েছি। কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার বধগম্য নয়।
সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু বলেন, এমন নেক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানাই। তবে যারা এমন কাজের সাথে সম্পৃক্ত রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানায়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুল ওহাব জানান, সামনের সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামাতের নেতাকর্মীরা জ্বালাও পোড়াও অগ্নি সংযোগের ঘটনা ঘটানোর পায়তারা শুরু করছে।
সে সূত্র ধরে বৃহস্পতিবার সকালে ৭০-৮০ জন বিএনপি জামাত নেতাকর্মীরা মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে সাধারন মানুষ ও পুলিশের দিকে এবং গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় দুষ্কৃতিকারিদের দিকে নিরাপত্তার লক্ষে শর্টগানের ১২ রাউন্ড গুলি ছোঁড়া হয়।
এ বিষয়ে থানায় মামলা প্রকৃয়াধীন অবস্থায় রয়েছে। সহিংসতায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ