পাথরঘাটা (বরগুনা): শুক্রবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটি পালন করছে।
পাথরঘাটা ঐতিহ্যবাহি খাসকাচারি মাঠে শুক্রবার সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম খান (এন.আই.খান)। পরে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে মানববন্ধন শেষে সকাল সাড়ে দশটায় পাথরঘাটা পরিষদের হলরুমে “দূর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রমুখ।
বক্তারা ব্যক্তি থেকে শুরু করে সরকারি, বেসরকারি সহ প্রাতিষ্ঠানিক দূর্নীতি বন্ধ করতে মানসিক পরিবর্তন আনতে হবে।