বরিশাল মুক্ত দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল নগরীর অন্যতম অংকন শিক্ষা প্রতিষ্ঠান নন্দন আর্ট স্কুল গৃহীত কর্মসূচির অংশ হিসেবে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর অমৃত লাল দে সড়কে ( হাসপাতাল রোড প্রথম গলির) অবস্থিত নন্দন আর্ট স্কুলে এ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, চারুশিল্পী চন্দ্র শেখর বাবুল জানান, বর্তমান প্রজন্মের কোমলমতি শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে বিজয়ের মাস ডিসেম্বরে নন্দন আর্ট স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বরিশাল মুক্ত দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। নগরীর অমৃত লাল দে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠেয় সম্মানিত অতিথিদের উপস্থিতিতে ওই অায়োজনে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।