হাটহাজারী মাদরাসার ১২৩তম বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আজ ( ৮ ডিসেম্বর ) দুপুরের পর থেকে শুরু হয়েছে। মাহফিলে শরীক হতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার আসা শুরু হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, মূল মাহফিলের তারিখ ৯ ডিসেম্বর শুক্রবার ঘোষণা করা হলেও প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে।
হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া সাহেব, মূল মাহফিলের দিন আগামী কাল শুক্রবার জুমার নামাজের পর বয়ান করবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী বয়ান করেন হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিমুদ্দীন সাহেব। তিনি হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতাগণসহ আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, ও মুফতি আব্দুচ্ছালাম চাটগামী কে স্মরণ করেন। তিনি মাহফিলের সফলতার জন্য সকলের দোয়া কামনা করেন এবং উলামায়ে কেরাম, ও সর্বস্তরের তৌহিদী জনতাকে মাহফিলে শরীক থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও ২০২১-২২ শিক্ষাবর্ষের তাকমিল সমাপনকারী দুই সহস্রাধিক ফারেগীনকে ‘দস্তারে ফজিলত’ (সম্মানসূচক পাগড়ি) প্রদান করা হবে। আজ (বৃহস্পতিবার) ইশারের নামাজের পর এবং আগামী কাল শুক্রবার ইশারের নামাজের পর ফারেগীন আলেমদেরকে দস্তারে ফযীলত (সম্মানসূচক পাগড়ি) প্রদান করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ