বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া, কাঞ্চন, ভুলতা, তারাবো ও রূপগঞ্জ ইউনিয়নসহ ২৫/২৬ স্থানে বিক্ষোভ মিছিল করা হয়। এসব মিছিলে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সকাল থেকে বিকেল পর্যন্ত মিছিলে অংশ নেন। গতকাল ১০ ডিসেম্বর শুক্রবার রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। রূপগঞ্জ ইউনিয়নের সমু মার্কেট মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মশিউর রহমান তারেক।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীদের সহ-দপ্তর সম্পাদক ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সদস্য দীন মোহাম্মদ দিলু, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুল মোমেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, অর্থ বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান রিপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, সাখওয়াত হোসেন রাজিব, আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম সরকার,
শফিকুল ইসলাম, মোমেন মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল হাই, আব্দুল ওহাব ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া, আব্দুল হামিদ ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খান জয়, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক হোসেন আহমেদ, রূপগঞ্জ ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক সোহেল প্রধান, রূপগঞ্জ ইউপি সদস্য রিটন প্রধান, আলমগীর হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আন্নি আক্তার, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল আহমেদ, রাসেল আহমেদ পিস্টন, কালাম সরকার, ছাত্রলীগ নেতা কিরণ ভুঁইয়া, টিপু সুলতান প্রমুখ।
পরে ঢাকা-কুড়িল-কাঞ্চন ব্রীজ সড়কের সমু মার্কেট ও বালু নদীর ব্রীজ এলাকা বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ