রূপগঞ্জে ৬টি মোটরসাইকেলসহ চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছয়টি চোরাই মটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ ও ১৫ ডিসেম্বর বুধবার ও বৃহস্পতিবার রূপগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩০ ও ৩১। তারিখ-১৫/১২/২০২২ ইং।
গ্রেফতারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যাম গ্রামের আলহাজ্ব ধনু মিয়ার ছেলে জসীম উদ্দিন (৩০), বাড়াইল গ্রামের রুপন মিয়ার ছেলে মোঃ রুহুল আমিন (২৫), মোরশেদ মিয়ার ছেলে সমীর মিয়া (২২), মৃত আবু সাঈদ মিয়ার ছেলে তানভীর মিয়া (২৫) ও কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখন নগর গ্রামের আব্দুল হকের ছেলে আব্দুর রহমান (২০)।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ