মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে নেমেছে। হাজার হাজার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে শহরের মশরপুর বাইপাস মোড়ে মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।
প্রথমে সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জনকে সাথে নিয়ে স্মৃতিস্তম্ভে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
পরে পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে একে একে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
একই সাথে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সকাল ৯টায় নওগাঁ স্টেডিয়ামে স্বেচ্ছায় রক্তদান, কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও প্রদর্শনীর আয়োজন করেছে জেলা প্রশাসন।