বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ৫১ তম বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎসব পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শণ, মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।
সকাল সাড়ে ৮ টায় আমতলী সরকারী একে হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার এমো. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য রাখেন পৌর মেয়র মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা অ্যাড; এম এ কাদের মিযা আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান । এরপূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আমতলী থানা, আমতলী পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমতলী উপজেলা প্রেসক্লাব, আমতলী রিপোর্টাস ইউনিটি,আমতলী সরকারী কলেজ, শেখ হাসিনা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ,বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ, আমতলী বন্দর ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।
দুপুর ১২ টায় আমতলী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে শহীদদের আত্মার মাঘফেরত কামনা করে দোয়া ও আলোচনা উপজেলা প্রেসক্লাব সভাপতি দেওয়ান মো. কবিরের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো. আবু সাইদ খোকনের সঞ্চনালয়ে বক্তব্য রাখেন , সহসভাপতি তোফাজ্জেল হেসেন তপু ,নিয়াজ মোর্শেদ ইমন, অ্যাডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি, যুগ্ম সাধারন সম্পাদক মামুনুর রশিদ রাতুল,প্রচার সম্পাদক মোঃ নাঈম বিল্লাহ সদস্য মো. মিজানুর রহমান মিজান, মো. জামাল হোসেন. আল জাবের , শাওন,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।