ফরিদপুরের আলফাডাঙ্গা ২৯ ডিসেম্বর অনুষ্ঠব্য পৌর নির্বাচনে ১ নং হিদাডাঙ্গায় রাতের আধারে নৌকা পোড়ানোর অভিযোগ উঠেছে।
গত ১৯শে ডিসেম্বর (সোমবার) দিবাগত রাতে হিদাডাঙ্গা গ্রামে বারাসিয়া নদীর পাড়ে উত্তর ইউনাইটেড ক্লাব ২০২১ নামে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।এ ব্যাপারে বুড়াইচ গ্রামে বীর মুক্তিযোদ্ধা মো. আক্তার হোসেন দুঃখ প্রকাশ করেন এবং বাদী হয়ে থানায় অজ্ঞাত নামা একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার পাশে বাড়ির নাম প্রকাশের অনিচ্ছুক মহিলা বলেন, নামাজের পরে আকাশ মেঘলা দেখে ঝাড়ু নিয়ে রাস্তায় পাট খড়ি গোছাতে বের হলে ক্লাবের সামনে নৌকায় আগুন জ্বলতে দেখি।কে বা কাহারা আগুন দিয়েছে তা দেখি নাই।হিদাডাঙ্গা উত্তর ইউনাইটেড ক্লাবের সভাপতি মো. সোহেল শরীফ বলেন, রাতে ১২ টা ১ টা পর্যন্ত ক্লাবে লোকজন ছিল।
সকলে ঘুম থেকে উঠার পর সংবাদ পাই ক্লাবে সামনে টানানো নৌকায় কে বা কাহারা আগুন দিয়েছে। তবে আমাদের গ্রামে কারো সাথে কোন ধরনের শত্রুতা নেই বা রাজ নৈতিক কোন দ্বন্দ্ব হয়নি।হয়তো বা গ্রামের বাহিরের কোন রাজনৈতিক ষড়যন্ত্রের জালে ফাঁসানোর জন্য এই ধরনের ঘটনা ঘটেছে।নৌকার প্রার্থীকে ফোন দিয়েছি মেয়র প্রার্থী ও পুলিশ ঘটনা স্থলে এসেছে।
থানা অফিসার ইনচার্জ ( ওসি) মো. আবু তাহের বলেন,সংবাদ পেয়ে থানার ফোর্স পাঠিয়েছি।সন্ধ্যা পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।ঘটনার তদন্ত চলছে।কারো বিরুদ্ধে এখন পর্যন্ত কোন অভিযোগ শুনতে পাইনি।