বেরোবিতে ফিরেদেখা’র কমিটির কার্যক্রম শুরু এবং শিক্ষাবৃত্তি চেক হস্তান্তর
বেরোবি প্রতিনিধিঃ সাহিত্য সংস্কৃতি সামাজিক সংগঠন ফিরেদেখা’র আয়োজনে সংগঠনটির কার্যক্রম শুরুর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ৭২ হাজার টাকার জয়ী শিক্ষাববৃত্তি চেক হস্তান্তর করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় “ফিরেদেখা” শাখা কমিটি।আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরেদেখা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও লেখক ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুল, কবি ও অনুবাদক মোস্তফা তোফায়েল হোসেন, বেরোবি একাউন্টটিং সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের, ফিরেদেখা কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মাহবুবা লাভীন, সহসভাপতি এ এস এম হাবীবুর রহমান, সহসাধারণ সম্পাদক সাহিনা সুলতানা প্রমুখ ।
অনুষ্ঠানটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি আল আমিন ইসলাম ও সাধারণ সম্পাদক বীথি হোসাইনের সঞ্চালনায় সার্বিক তত্ত্বাবধান ও স্বাগত বক্তব্য রাখেন, ফিরেদেখা’ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জয়ী শিক্ষাবৃত্তি পরিচালক সাকিল মাসুদ। সভাপতিত্ব করেন ফিরেদেখা কেন্দ্রীয় কমিটির সভাপতি এমাদউদ্দিন আহমেদ।
উল্লেখ্য জয়ী শিক্ষাবৃত্তি প্রধান পৃষ্ঠপোষক প্রবাসী কবি ও কথাসাহিত্যিক সিনথিয়া খান।কবিতা পাঠ করেন, লাবনী ইয়াসমিন লুনি, জরিফা সুলতানা, মোস্তাফিজুর রহমান, ধ্রুবক রাজ, সানু তাছমিন, নীল রতন সরকার, শিপুন আক্তার শিপু,নুর আলম সিদ্দিকী, সামিউল ইসলাম,জামিউল রাব্বি প্রমুখঅনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমএ ক্লাসের শিক্ষার্থী লিলি খাতুন ও অনার্স ইইই বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী লিজা আক্তারসহ ৩জন মেয়ে শিক্ষার্থীদেরকে ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।