বরিশালে আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া গ্রামের ছেলে এবং সরকারি গৌরনদী কলেজের প্রাক্তন ছাত্র সৈয়দ মাজারুল ইসলাম রুবেল। স্কুল জীবন থেকেই তিনি লেখা-লিখি, উপস্থিত বক্তিতা, রচনা প্রতিযোগীতা, নাট্যরচনা, অভিনয়, উপস্থাপনা, আবৃত্তিসহ নানাবিধ সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর পাশাপাশি করছেন সাংবাদিকতা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রেখেছেন নিজেকে। ইতিমধ্যে অমর একুশে গ্রন্থমেলায় “একটি প্রজাপতি দিনের জন্য, নক্ষত্রে ঠাঁই নিবো ” নামে দু’টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার।
কিন্তু সব ছাপিয়ে উপস্থাপনাকেই তিনি বেশি উপভোগ করেন। সে কাজেই সম্প্রতি তিনি গৌরনদী শিশু একাডেমির প্রতিষ্ঠাতা স্বর্গীয় মানিক লাল সাহার ৮৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে পেলেন উপস্থাপনায় সম্মাননা স্মারক। গতকাল শিশু একাডেমির কার্যালয়ে একাডেমির পরিচালক ও সঙ্গীত শিক্ষক বাবুল সোম এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ স্মারক মাজারুল এর হাতে তুলে দেন।
একাডেমির পরিচালক ও সঙ্গীত শিক্ষক বাবুল সোম বলেন, মজারুল ২০০০ সাল থেকে নিয়মিত গৌরনদী উপজেলা শিশু একাডেমি, উপজেলা শিল্পকলা একাডেমিসহ জাতীয় দিবসের সকল অনুষ্ঠান সঞ্চালনা করে আসছে, দর্শকও তাকে পছন্দ করে, এ সম্মাননা তার প্রাপ্য ছিলো।
মাজারুল বলেন, যে কাজটাকে আমি ভালোবাসি এবং যে কাজটাকে আমি উপভোগ করি সে কাজে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের। শিশু একাডেমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ। সেইসাথে সকলের প্রতি কৃতজ্ঞতা, যাদের সাপোর্ট ও ভালোবাসা আমাকে সবসময় ভালো কিছু করার প্রেরণা যোগায়।