শিরোনাম:
ফরিদপুরে স্কুলপড়ুয়া শিশুকে জ্যান্ত কবর দিয়ে হত্যার চেষ্টা কিশোর গ্যাংয়ের গেপালগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত নওগাঁ এডুকেশন  ফাউন্ডেশন এর ৫ম তম বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী; স্থাপন বন্ধের দাবী চট্টগ্রামে ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক এয়ারপোর্ট থানাপুলিশের অভিযানে অটো রিক্সা ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক কেয়ার একাডেমির উদ্যোগে  ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান বোয়ালমারীতে মিফতাহুল জান্নাহ্ মহিলা মাদরাসার উদ্বোধন অনুষ্ঠিত বোয়ালমারীতে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল শিক্ষার্থীর চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ‘ওসির নির্দেশে’ ছেড়ে দেওয়ার হলো মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন ।

কাঁঠালিয়ায় রহস্যজনক নিহত এক যুবকের লাশ উদ্ধার

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
33.4kভিজিটর

ঝালকাঠির কাঁঠালিয়ায় মো. হৃদয় খান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে কাঁঠালিয়া উপজেলা সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া গ্রামে এঘটনা ঘটেছে। নিজ বাড়ির পাশে মাটিতে বসা দেহটির গলায় দড়ি বেধে একটি গাছের সাথে বাধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। মৃত হৃদয় খান উত্তর আনইলবুনিয়া গ্রামের মো. কুদ্দুস খানের ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা তার সঠিক কোন কারণ বলতে পারেনি স্বজনরা।

নিহতের পিতা মো. কুদ্দুস খান জানান, রাতে কৈখালী বাজারের একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে হৃদয় ঘরে ঘুমায়। সকালে উঠে ওর মা বাড়ির পাশের ছোট একটি সরবতি গাছের নীচে মাটিতে বসা ও গলায় একটি দড়ি গাছের সাথে রাখা দেখতে পায়। তখন সে ডাক চিৎকার দিলে ঘরের লোকজন ও এলাকাবাসী ছুটে আসে।

তবে হৃদয় কে কেউ হত্যা করে গলায় দড়ি দিয়ে গাছের সাথে বেধে রেখেছে নাকি আত্মহত্যা করছে কিছুই বলতে পারছি না। মাটিতে বসে কিভাবে আত্মহত্যা করতে পারে তা বুঝতে পারছি না। রাতে তাকে কে বা কারা ফোন করে ডেকেছিল তা জানতে পারলে সঠিক কারণ জানা যাবে বলে মনে করেন নিহত হৃদয়ের বাবা কুদ্দুস খান।

এবিষয়ে গ্রামের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসা. সাবিনা ইয়াসমীন জানান, সকালে খবর পেয়ে হৃদয়ের বাড়িতে গিয়ে দেখি গলায় দড়ি বেধে রাখা হৃদয়ের লাশ মাটিতে বসা অবস্থায় রয়েছে। আসলে বিষয়টি সন্দেহ জনক বলে সবাই মনে করছে।

কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার পরিবার বা প্রতিবেশী কারো পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
কপিরাইট ©২০০০-২০২২, WsbNews24.com এর সকল স্বত্ব সংরক্ষিত।
Desing & Developed BY ServerNeed.Com
themesbazarwsbnews25
x