বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন গৌরনদী উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার বেলা এগারটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি
ছিলেন উপজেলা নবাগত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন। এসময় নবাগত জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও বিজয়
দিবসের শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ