মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচনে ১৩'শ৪০ ভোট পেয়ে মোহাম্মদ জিনারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাহাবুল ইসলাম পেয়েছেন ৮'শ ৯৪,মহাব্বত আলী ২৬৫ ও রাকিবুল ইসলাম ২৫ ভোট পেয়ে পরাজিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় উপজেলার কুতুবপুর স্কুল এন্ড কলেজ (গাঁড়াবাড়ীয়া) কেন্দ্রে থেকে প্রিজাইডিং অফিসার আ স ম মাহফুজুর রহমান কল্লােল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সকাল আটটা থেকে বিরতিহীন ভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
মােট ভােটার সংখ্যা ছিল ৩৫৮৭জন।পুরুষ ভোটার সংখ্যা ১৮৪৬ নারী ভোটার সংখ্যা ১৯২০ জন। এর মধ্যে ২৫'শ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ১টি কেন্দ্র ও ১০টি বুথের মাধ্যমে এ নির্বাচন হয়।
নির্বাচন অবাধ,সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য মোতায়ন করা হয় পুলিশ ও আনসার বাহিনী।
সকালে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম ও গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, তিনমাস পূর্বে কাথুলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)মোঃ আবু হানিফ স্ট্রােকজনিত কারণে মারা যান। এরপর ওয়ার্ডের মেম্বার পদটি শূন্য হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ