পূর্বাচলে নেশাগ্রস্থ অবস্থায় আর এফ এল কোম্পানির গাড়ী দুমড়ে মুচড়ে দিয়েছে মটরসাইকেল, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের পূর্বাচলে নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালিয়ে মটরসাইকেলকে দুমড়ে মুচরে দিয়েছে এক প্রাইভেটকার চালক। আজ সন্ধ্যা ৭ ঘটিকায় পূর্বাচল ১৭ নং সেক্টরের ২০৬ নং রোড পিংলান গোল চত্তরে এলাকায় ঘটে এ ঘঠনা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা মেট্রো গ- ৩৬-৫২৯৪ প্রাইভেটাকর চালক শফিকুল ইসলাম, পিতা- দেলোয়ার মোল্লা, গ্রাম- গংগাজতি, পোষ্ট- শরিফাবাদ, থানা- ভাংগা, জেলা- ফরিদপুর নামের এক প্রাইভেট কার চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসছিলো অপর দিক থেকে আসা ঢাকা মেট্রো ল-১৮-৯০৯৩ নাম্বারের মটরসাইকেল চালক শৌমিক, পিতা- ওসমানগনি, গ্রাম- ধোবাদিয়া, থানা- উত্তরখান, জেলা- ঢাকাকে ধাক্কা দিলে ঘঠনাস্থলেই মটরসাইকেলটি ধুমড়ে মুচড়ে যায় এবং শৌমিক গুরুতর আ্হত হয়। পরে শৌমিককে আশংকাজনক অবস্থায় স্থানীয় লোকজন আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দূর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাওন আহম্মেদ ঘঠনাস্থলে এসে ঘাতক প্রাইভেটকারটি তাদের হেফাজতে নিয়ে নেয়।
গাড়ির চালক শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ঘোড়াশালে অবস্থিত প্রান আরএফএল এ চাকুরী করে। পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল ইসলাম আরো স্বীকার করে যে সে নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।