ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গত রবিবার পহেলা জানুয়ারি বিকাল চারটায় হাসপাতাল রোডে বিএনপি'র কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কাটার মাধ্যমে শতশত নেতা কর্মী আগমনে এক উৎসব মুখর আনন্দে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এম শাহ রিয়ার কিরণ'র পরিচালনায়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মিয়া আকরামুজ্জামান,পৌর বিএনপির যুগ্ম আহ্বায় মোহাম্মদ খুশবুর রহমান খোকন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহমদ আলী শিকদার,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজির শেখ, এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ