জামালপুরে বর্ষবরণ উপলক্ষে গ্রামীন খেলা-ধূলার আয়োজন করা হয়েছে।
জামালপুরের মেলান্দহে ইংরেজি বর্ষবরণ উপলক্ষে গ্রামীন খেলা-ধূলার আয়োজন করা হয়। এ উপলক্ষে ১ জানুয়ারি বেলা ১১টায় দাগি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গ্রামীন খেলা-ধূলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-দাগি গ্রামের সমাজসেবক নূরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুর রশিদ। অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামাল। দাগি ছাত্র-যুব সমাজ আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দাগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খানম, দাগি ঈদগাহ মাঠ কমিটির সহসভাপতি আব্দুল হাই, যুবসমাজ সংগঠনের সভাপতি উজ্জল মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে অর্ধশতাধিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।